শোভন বৈশাখী র রোড শো ঘিরে উৎসাহিত পদ্ম শিবির

6th February 2021 8:01 pm কলকাতা
শোভন বৈশাখী র রোড শো ঘিরে উৎসাহিত পদ্ম শিবির


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  বিজেপির পক্ষ থেকে আজ এক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও বিপুলসংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলটি শুরু হয় মহেশতলার জিনজিরা বাজার থেকে এবং শেষ হয় পুরনো ডাকঘরে গিয়ে। সেখানে এক বিশাল জনসভার ও আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে।

মিছিল চলাকালীন ওইসব এলাকার বিভিন্ন মানুষ কালোপতাকা দেখায় শোভন ও বৈশাখীর শোভাযাত্রায়। স্থানীয় বাসিন্দারা ঝাঁটা-জুতা নিয়ে দেখানো শুরু করে এবং কুৎসিত ভাষায় কটুক্তি করতেও ছাড়লেন না শোভন বৈশাখীকে নিয়ে। এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়, পুলিশ প্রশাসনও তৎপর ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই নজর রেখেছিলেন তারা। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কিছুদূর যেতেই পুলিশ প্রশাসন মিছিলটি রাস্তার মধ্যেই আটকে দেয় কিন্তু বিজেপির কর্মী-সমর্থকেরা বলে এই মিছিলের পুরোপুরি পারমিশন আছে তাই চরম উত্তেজনার মধ্যে মিছিলটি আবার শুরু করার অনুমতি দেয় প্রশাসন। মিছিলটি শেষ করে এক বিশাল জনসভায় অংশ নেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।